Addition + – এক ধরনের তরল পলিমারাইজকৃত এ্যাডমিক্সার যা বিল্ডিং নির্মান কাজে ব্যবহৃত হয়। Addition + রয়েছে উচ্চ ঘনত্ব বিশিষ্ঠ পানি প্রতিরোধক ও অন্যান্য পদার্থ যা কংক্রিটের সুক্ষ ছিদ্র পথ সমূহ বন্ধ করে বিল্ডিংকে করে তোলো দীর্ঘস্থায়ী, এছাড়া কংক্রীটকে করে তোলে কার্যপযোগী পানি প্রতিরোধক, অত্যন্ত পিচ্ছিল কারক চমৎকার ফিনিশিং পানি ও সিমেন্টের অনুপাত হ্রাস করে, তাপ নিয়ন্ত্রণ এবং সর্বোপরী দীর্ঘস্থায়ীত্ব আনয়নের সহায়তা করে।
উপকারিতা সমূহ –
১. সর্বোচ্চ মাত্রার পানি প্রতিরোধক।
২. সিমেন্ট ও পানির অনুপাত হ্রাস করে
৩. মনোরম ফিনিশিং এ সহায়তা প্রদান।
৪. ছত্রাক ও শ্যাওলা প্রতিরোধী।
৫. তাপ প্রতিরোধী।
৬. ক্ষারক পদার্থ হতে কংক্রিটকে রক্ষা করে।
৭. কংক্রীটিং প্রত্যেকটি পদক্ষেপ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে।
৮. আয়রন বারের কোন ক্ষতি করেনা।
৯. তাপীয় Crack ও Shrinkage কমিয়ে দেয়।
১০. সাশ্রয়ী এবং সহজ লভ্য।
১১. কংক্রিটকে দ্রুত জমাট বাধায়।
১২. সর্বোত্তম কার্য উপযোগী
ব্যবহারের ক্ষেত্র – পাইলিং, বেসমেন্ট, জলের ট্যাঙ্ক, সুইমিং পুল, ETP, WTP, ফায়ার ফেস কংক্রিট, কংক্রিট জয়েন্টস। রান্নাঘর-বাথরুমের ট্রিটমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ফ্লোর ইত্যাদি।
ব্যবহারের পরিমাণ – ২৫০ থেকে ৫০০ মিলি/ ব্যাগ সিমেন্ট।
প্যাকেজিং – ১ লিটার, ৫ লিটার, ১০ লিটার, ২০ লিটার, ২৫ লিটার।